Skip to content

মুহূর্ত

চোখের পলক ফেলার সাথে সাথেই কত দূরে চলে যায় গ্রহ নক্ষত্র

অথচ তাদের কে আমরা দেখি তাদের কচ্ছপ গতি

কারণ তারা বিস্তীর্ন পরিসর জুড়ে আছেন

মনে হয় তাহাদের শ্লথ গতি

এই বোধ করি পরিসরের বাস্তবতা

মুহূর্ত এই পরিসর এর অপেক্ষায় থাকে , কাছে দেখছে না দূরে দেখছে তা বিবেচনায় আসে