Skip to content

বর্ষা মুখর দিন

বারি পতনের শব্দ থেকে থেকে শোনা যাচ্ছে

বিরহী যক্ষ্ম তার মনেও বিরহ অবসানের গান

বাইরে লাল গোলাপি রঙ্গন বেগুনী নয়ন তারা আঁখি মেলে আছে

জানালা দিয়ে দেখা যায় । সব পাশের বাড়ির , তাহাদের বাতাবি লেবুর গাছেও ফল , গাছটি সেই ভয়ানক ঝড়ে এক বার পর্যুদস্ত হইয়াছিল

সেই সময় অতিক্রান্ত

অতিক্রান্ত হয়নি জীবাণু সংক্রমণের কাল

ধারাপতন এখনো চলছে , বৃষ্টির

সংগীত

শ্রাবণের